Earthquake

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬২

আন্তর্জাতিক

Earthquake

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে এখনও পর্যন্ত ১৬২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক। এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। ১৩ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়েছেন। ভূমিকম্পের কারণে বিধ্বস্ত হয়েছে ২ হাজার ২০০ টি বাড়ি। বিধ্বস্ত ভবন এবং বহুতল থেকে ইতিমধ্যেই ৫ হাজারের বেশি মানুষকে সরিয়ে ফেলা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থার জানিয়েছে, সোমবার পশ্চিম জাভা প্রদেশে জিয়ানজুর অঞ্চলে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৬। ভূমিকম্পের কেন্দ্র ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের আতঙ্কে রাজধানী জাকার্তার রাস্তায় বেরিয়ে আসেন অসংখ্য মানুষ। প্রাণ বাঁচাতে ছুটোছুটি করতে দেখা যায়। বাড়ি ভেঙে পড়ায় অনেকে আহত হন। জিয়ানজুরে সরকারি হাসপাতালের তরফে ৭০০ বেশি আহতকে ভর্তি করার কথা জানান হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে।

Comments :0

Login to leave a comment