BARUIPUR CONFERENCE PENSIONERS

যুবদের কাজ, ষাটোর্ধ্ব সকলের পেনশনের দাবি অবসরপ্রাপ্তদের সম্মেলনে

রাজ্য জেলা

বুধবার বারুইপুরে সম্মেলনের প্রস্তুতি জানিয়ে সাংবাদিক সম্মেলন। ছবি: অনিল কুণ্ডু

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতি ২১তম রাজ্য সম্মেলন হবে বারুইপুরে। চলবে ২৪-২৫ ফেব্রুয়ারি। বারুইপুরের রবীন্দ্র ভবনে হবে সম্মেলন। ২৩ ফেব্রুয়ারি দুপুরে বারুইপুরের পদ্মপুকুরে কর্মচারী ভবন থেকে রবীন্দ্রভবন পর্যন্ত মিছিল হবে। মিছিল শেষে সম্মেলন স্থলে সলিল চৌধুরীর নামাঙ্কিত বুক স্টলের উদ্বোধন হবে। 

বুধবার বারুইপুরে জেলা কর্মচারী ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই সূচি জানান রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে গঠিত অভ্যর্থনা সমিতির কার্যকরী সভাপতি রজত সাহা। তিনি বলেন৫৫০ জন প্রতিনিধি সম্মেলনে থাকবেন। দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে প্রচার চলছে। 

অভ্যর্থনা সমিতির সম্পাদক গোপাল চ্যাটার্জি বলেন, আমরা রাজ্য সরকারের সমস্ত শূন্যপদে নিয়োগের দাবিতেও লড়াই করছি। নয়া পেনশন নীতি বাতিলবিধিবদ্ধ পেনশন ব্যবস্থা বহালষাটোর্ধ্ব সকল নাগরিকের জন্য পেনশননারীর সন্মান রক্ষামানুষের মধ্যে ধর্মীয় বিভাজনের প্রতিরোধে আন্দোলন করছে পেনশনার্স সমিতি। তিনি জানানপারিবারিক পেনশন যাতে বন্ধ না হয় তার জন্যও লড়াই আন্দোলন চলছে। 

সাংবাদিক সম্মেলনে ছিলেন কর্মচারী আন্দোলনের নেতা মনোজ ব্যানার্জিবিমল কুন্দগ্রামীসহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ। 

রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে পতাকা, তোরণে সেজে উঠছে গোটা বারুইপুর শহর। তাঁরা বলেনইতিমধ্যে পাহাড় থেকে সাগর রাজ্য সরকারি কর্মচারীদের ‘অধিকার যাত্রা’ শুরু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই অধিকার যাত্রা আগামী ৯ মার্চ প্রবেশ করবে। তারও প্রচার প্রস্তুতি শুরু হয়েছে জেলায়।

Comments :0

Login to leave a comment