Purulia Robbery

মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি পুরুলিয়ায়

জেলা

দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটার পর ক্ষুব্ধ মানুষজনের পথ অবরোধ।

বাড়ির সদস্যদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়েএকসঙ্গে বেঁধে রেখে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটলো পুরুলিয়া মফস্বল থানার নদীয়া গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ডাকাতি হওয়া বাড়ির কর্তা শ্যামাপদ গড়াই জানিয়েছেন প্রায় ১৫ জনের ওই ডাকাত দল সশস্ত্র অবস্থায় হামলা চালায় প্রথমে তাকে এবং তার স্ত্রীকে প্রাণে মারার ভয় দেখিয়ে কপালে পিস্তল ঠেকিয়ে রাখে তারপরে জিজ্ঞেস করে বাড়িতে আর কে কে আছে দুই ঘরে তার দুই ছেলে ঘুমাবার কথা বলায় ডাকাতের দল ওই দুই ছেলেকে তুলে এনে তাদের চারজনকে একসঙ্গে বেঁধে কপালে বন্দুক  ঠেকিয়ে প্রাণে মেরে ফেলার ভয় দেখায় কোথায় কি আছে জানতে চাওয়ার পর তিনি দুটো জায়গা দেখিয়ে দেন এই দুই জায়গা থেকে যা কিছু ছিল সব নিয়ে নেবার পর ছেলেদের মেরে ফেলার হুমকি দেখানো হয় বাধ্য হয়ে তিনি যেখানে যত কিছু ছিলো তা সবকিছু বলে দেন ডাকাত দল টাকা-পয়সাসোনা দানামোবাইল ফোনসিসি ক্যামেরার হার্ডডিস্ক থেকে শুরু করে সমস্ত কিছুই নিয়ে চম্পট দেয় তারা প্রায় দেড় ঘন্টা ধরে এই তাণ্ডব চালায় যাবার সময় বলে যায় চিৎকার চেঁচামেচি করলে তারা মেরে ফেলবে আতঙ্কে সারারাত কাটানোর পর ভোরবেলা তারা মানুষজনকে ডাকাডাকি করেন মোবাইল ফোন না থাকার জন্য কোথাও কোনো খবর দিতে পারেন নি ভোরবেলা প্রতিবেশীর ফোন নিয়ে সিভিক ভলেন্টিয়ার কে খবর দেওয়া হয় খবর দেওয়ার আড়াই ঘন্টা পর পুলিশ সেখানে যায় সকাল হতেই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই গ্রামে আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা অভিযোগবুধবার রাতে ১২-১৫ জনের ডাকাতের একটি দল দরজা ভেঙে আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করেছিল এর আগেও ওই গ্রামেই চুরির ঘটনা ঘটেছে পর পর গ্রামে এই ঘটনা ঘটার পর আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা সকাল হতে না হতে ক্ষোভে ফেটে পরেন গ্রামবাসীরা।। তোলেন নিরাপত্তা নিয়ে প্রশ্ন শ্যামাপদ বাবু কাঁদতে কাঁদতে জানান এরপরে মেয়ের বিয়ে কিভাবে দেবেনতার এক ছেলে ডাক্তারি পড়ছে তাকে কি করে পড়াবেনতিনি কর্পদক শূন্য অবস্থায় রয়েছেন গ্রামের মানুষ পুরুলিয়া চন্দনকিয়ারী রাজ্য সড়ক অবরোধ করেন বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর পুলিশ গিয়ে বলপূর্বক সেই অবরোধ তুলে দেয় বলে অভিযোগ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে

Comments :0

Login to leave a comment