রাজীব গান্ধী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নলিনী শ্রীহরন সহ পাঁচ অভিযুক্তকে খালাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
তামিলনাড়ু সরকার এর আগে রাজ্যপালের কাছে তাদের খালাশের সুপারিশ করেছিল। যা শুক্রবার রায় দানের সময় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে উল্লেখ করা
হয়েছে।
মে মাসে এই মামলায় অভিযুক্ত পেরারিভালানকে খালাশ দেওয়া হয় শীর্ষ আদালতের পক্ষ থেকে।
নলিনী ছাড়াও ১৯৯১ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের অভিযুক্তরা হলেন শ্রীহরন, সান্থান, মুরুগান, রবার্ট পায়াস এবং রবিচন্দ্রন।
প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরুমবুদুরে তামিল টাইগার্স এলটিটিই গ্রুপের একজন মহিলা আত্মঘাতী বোমার দ্বারা হত্যা করে।
Comments :0