অনন্ত সাঁতরা
শ্রীরামপুর এবং হুগলী লোকসভা কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থীদের সমর্থনে রবিবারই একাধিক মহামিছিল হয়েছে।
শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী দীপ্সিতা ধরের সমর্থনে ডানকুনির দিল্লি রোড চৌমাথা থেকে মিছিলে অংশ নেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, জেলা সম্পাদক দেবব্রত ঘোষ ও জাতীয় কংগ্রেস নেতা আবু আব্বাসউদ্দিন।
দীপ্সিতা ধরের সমর্থনে অপর মিছিলটি হয় কোন্নগর বাটার মোড় থেকে বাঁশাই কলোনি পর্যন্ত। মিছিলে যোগ দেন সারা ভারত কৃষকসভার সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণনও।
কোন্নগরে মিছিলে মহম্মদ সেলিম, বিজু কৃষ্ণন।
সেলিম এদিন অংশ নিয়েছেন হুগলী কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী মনোদীপ ঘোষের সমর্থনে মহামিছিলেও। সিঙ্গুর দুর্লভপাড়া মোড় থেকে রতনপুর আলুর মোড় পর্যন্ত হয় মিছিল। মিছিলের শেষে সভাও হয়েছে।
সিঙ্গুরে মনোদীপ ঘোষের সমর্থনে মহামিছিলে মহম্মদ সেলিম।
ডানকুনির মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নে বিমান বসু বলেন, ‘‘চোরেদের বিদায় দিতে হলে শ্রীরামপুরে তৃণমূলকে শূন্য করে দিতে হবে।’’ মহামিছিলে মূল স্লোগান ছিল- ‘এবার দীপ্সিতা ধর।’ এ সংক্রান্ত এক প্রশ্নে বিমান বসু বলেন, ‘‘সঠিক স্লোগান। যিনি লোকসভায় যান না, থাকেন না। একটু হিসাব করে দেখবেন ক' দিন ছিলেন। এখানে তাঁকে কোর্টে থাকতে হচ্ছে। তাহলে কখন যাবেন লোকসভায়?’’ উল্লেখ্য, শ্রীরামপুর কেন্দ্রে সাংসদ তৃণমূলের কল্যাণ ব্যানার্জি।
রাস্তার দু'ধারে অজস্র মানুষের ভিড় দেখা যায়। বাড়ি, শোরুম , ছোট ছোট কারখানা থেকে মানুষজন এগিয়ে আসেন। পথ চলতি মানুষ জনও দাঁড়িয়ে মিছিল দেখেন। অনেকে ফোনে মিছিলের ছবি তোলেন। বাড়ি ও আবাসনের জানালা থেকে প্রার্থীকে হাত তুলে শুভেচ্ছা জানান বাসিন্দারা। ডানকুনি ফুটবল মাঠ , কালিপুর মোড়, চন্ডীতলা বাজার এলাকায় প্রচুর মানুষের ভিড়।
।।সংবাদ ও ছবি : অনন্ত সাঁতরা।
Comments :0