Bangla Bachao Yatra Kamarhati

বাংলা বাঁচাও যাত্রা: কামারহাটিতে সমাবেশের প্রচারে মহামিছিল

জেলা বাংলা বাঁচাও যাত্রা

কামারহাটিতে বাংলা বাঁচাও যাত্রা-র সমর্থনে মহামিছিল। ছবি: অভিজিৎ বসু

কামারহাটিতে ‘বাংলা বাঁচাও যাত্রা’-র সমাবেশের প্রচারে মিছিল হয়েছে। বরানগর এবং কামারহাটি বিধানসভায় সিপিআই(এম)’র মোট আটটি এরিয়া কমিটি যৌথভাবে এই মিছিল করে। কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু এই কর্মসূচি সমাপ্ত হবে ১৭ ডিসেম্বর কামারহাটিতে।
কামারহাটি ২৩০ নম্বর বাস স্ট্যান্ড থেকে বিটি রোড ধরে রথতলা ডানলপ মোড় হয়ে টবিন রোড মোড়ে এই মহামিছিল শেষ হয়। 
এদিনই সিপিআই(এম) পানিহাটি এবং খড়দহ বিধানসভার পাঁচ এরিয়া কমিটির ডাকেও হয়েছে প্রচার মিছিল। এই মিছিলে ছিলেন সিপিআই(এম) নেতা দেবজ্যোতি দাশ, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ। 
মিছিলে ছিলেন সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য মানস মুখার্জি, রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র, সহ পার্টিনেতা ঝন্টু মজুমদার, সুভাষ মুখার্জি, প্রদীপ মজুমদার, সানু রায়, কিশোর গাঙ্গুলি প্রমুখ। 
মিছিলে দাবি ওঠে বেকার যুবকদের চাকরি, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য, শিল্পের বহুতল নির্মাণ বন্ধ করে শিল্প গড়া। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, স্কুল বন্ধ, বালি চুরি পাথর চুরির বিরুদ্ধেও সরব হয়েছে মিছিল। 
কামারহাটিতে ২০১০ সালে চালু হয় সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল। এই হাসপাতালে হৃদরোগ, স্নায়ুরোগের চিকিৎসা চালুর দাবি জানানো হয়েছে। মাইক্রোফাইনান্সের হাত ধরে মহিলাদের ঋণের জালে জড়িয়ে দেওয়ার প্রতিবাদও জানানো হয়েছে। এই সব দাবি নিয়েই চলছে ‘বাংলা বাঁচাও যাত্রা’। 
১৪ ডিসেম্বর রাতে হুগলী জেলা থেকে উত্তর ২৪ পরগনা জেলার দক্ষিণেশ্বরে ঢুকবে ‘বাংলা বাঁচাও যাত্রা’। পদযাত্রা করে দক্ষিণ দমদম নাগেরবাজার গিয়ে পৌঁছবে। ১৫ এবং ১৬ ডিসেম্বর উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে এই ‘বাংলা বাঁচাও যাত্রা’ যাবে। 
এদিন মিছিল প্রগতি সংঘ মাঠের কাছে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সায়নদীপ মিত্র।

Comments :0

Login to leave a comment