রবিবার ভিল্লারিয়ালকে হারানোর পর এম্ব্যাপে বেলিংহ্যামদের বেশ ক্লান্ত দেখাচ্ছিল। দুটি ম্যাচের মধ্যে ৭২ঘন্টার ব্যবধান না থাকলে ম্যাচ খেলবেনা রিয়াল। এই মর্মেই এবার ফিফার দ্বারস্থ হতে চলেছে রিয়াল মাদ্রিদ। গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ ডার্বির পর রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০টায় তারা নেমেছিল লা লিগায় ভিল্লারিয়েলের বিরুদ্ধে। এই দুই ম্যাচের মধ্যে মোট ৬৭ঘন্টার ব্যবধান ছিল। ২০২৩ এই ফিফা নিয়ম করেছিল যে দুই ম্যাচের মধ্যে মোট ৭২ঘন্টার ব্যবধান রাখাটা আব্যশিক। সেই নিয়ম লংঘন করেছে লা লিগা। তাই এর বিরুদ্ধেই ফিফার দ্বারস্থ হতে চলেছে রিয়াল মাদ্রিদ।
Real Madrid
লা লিগাকে শর্ত দিল রিয়াল মাদ্রিদ

×
Comments :0