ব্যাপক নদী ভাঙ্গনের মুখে পড়েছে কালনা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড। ফলে চরম আতঙ্কিত হয়ে পড়েছেন ওই ওয়ার্ডের পাল পাড়ার বাসিন্দারা। সোমবার সন্ধ্যায় কালনা ফেরিঘাট সংলগ্ন পালপাড়ায় ব্যাপক নদী ভাঙ্গন শুরু হয়। খবর পেয়ে কালনা প্রশাসনের বিভিন্ন আধিকারিক সহ পূর্ব বর্ধমান লোকসভার বাম প্রার্থী নীরব খাঁ ঘটনাস্থলে উপস্থিত হন। এলাকার বাসিন্দাদের দাবি ২০০০ সালের আগে এখানকার নদী পাড়ে সালবল্লা পুঁতে বোল্ডার ফেলে বামফ্রন্ট সরকার নদী ভাঙ্গন রোধ করেছিল। তারপরে গত বছর রাজ্য সরকার নদী পাড়ে বালির বস্তা ফেলে ভাঙ্গন রোধের ব্যর্থ চেষ্টা করে। ফলে পরিণতি যা হবার তাই হয়েছে। আবার নদী ভাঙ্গন শুরু হয়েছে। বাম প্রার্থী নীরব খাঁ নদী ভাঙ্গন সরজমিন দেখার পর জানিয়েছেন, ‘‘২০০০ সালের আগে বামফ্রন্ট সরকারের পাড় বাঁধাই এই পর্যন্ত নদী ভাঙ্গন রুখে দিয়েছে। সেই পাড় বাঁধাই জীর্ণ হয়ে যাওয়ার পর আবার নদী ভাঙ্গন শুরু হয়েছে। গত বছর সরকারি অর্থ আত্মসাৎ করার জন্য সেই পাড়ে শুধু বালির বস্তা ফেলা হয়। তাতে আর যাই হোক নদী ভাঙ্গন রোধ করা সম্ভব নয়। নদী ভাঙ্গনের বিষয়টি কালনা মহকুমা শাসককে জানাবো। বামফ্রন্ট শক্তিশালী হলে এই এলাকার মানুষকে সঙ্গে নিয়েই বিগত বামফ্রন্ট সরকারের মত পাড় বাঁধাই’র চেষ্টা করা হবে’’।
কালনা মহাকুমা শাসক শুভম আগারওয়াল ঘটনাস্থল পরিদর্শন করার পর বলেন, সেচ দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে আপদকালীন ভিত্তিতে নদী ভাঙ্গন প্রতিরোধ করতে হবে। সেই মতো মঙ্গলবার সকালে সেচ দপ্তরের আধিকারিকরা ঘটনস্থল পরিদর্শন করেন।
River Erosion
নদী ভাঙন আতঙ্কে কালনার বাসিন্দারা
×
Comments :0