ROHIT SHARMA

প্রাক্টিসে মৃদু চোট পেলেন রোহিত

খেলা

t20 world cup india rohit sharma england

মঙ্গলবার অ্যাডিলেড স্টেডিয়ামে প্র্যাকটিস করার সময় কনুইয়ে চোট পেলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। যদিও সমর্থকদের আশ্বস্ত করে ভারতীয় শিবিরের তরফে জানানো হয়েছে ‘রোহিতের চোট গুরুতর নয়’।

মঙ্গলবার নিয়ম মাফিক প্র্যাক্টিস করছিলেন রোহিত। সেই সময় দলের ‘থ্রো ডাউন এক্সপার্ট’ রঘুর ছোড়া একটি বল তাঁর কনুইয়ে এসে লাগে। রোহিত পুল শট খেলার চেষ্টা করছিলেন। কিন্তু শট মিস করায় বল সরাসরি এসে তাঁর শরীরে আঘাত করে।

এই ঘটনার পরে কিছুক্ষণের জন্য প্র্যাক্টিস থেকে বিরত থাকেন রোহিত। ব্যাথার জায়গায় বরফ ঘষতেও দেখা যায় তাঁকে। সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কানাঘুষো শুরু হয়, চোটের জন্য বৃহষ্পতিবারের সেমিফাইনাল ‘মিস’ করতে চলেছেন ভারতীয় অধিনায়ক।

সেই জল্পনাকে থামাতেই ‘টিম ইন্ডিয়া’র তরফে অধিনায়কের দ্রুত সুস্থ হয়ে ওঠার খবর জানানো হয়।  

বৃহষ্পতিবার ২০২২ টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারত। 

Comments :0

Login to leave a comment