আর্থিক তছরূপ মামলায় জামিন পেলেন শিব সেনা সাংসদ তথা উদ্ধভ থ্যাকারে ঘনিষ্ট সঞ্জয় রাউত। গত ২১ অক্টোবর এই মামলার শুনানি চললেও রায় দান স্থগিদ রাখেন বিচারপতি। বুধবার ইডির বিশেষ আদালত তাঁর জামিন মঞ্জুর করে। চলতি বছর ১ আগস্ট আর্থিক তছরূপ কান্ডে সঞ্জয় রাউতকে তার মুম্বাইয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে ইডি। তারপর থেকে প্রায় তিন মাস জেলেই ছিলেন শিব সেনার রাজ্যসভার সাংসদ। তবে রাউতকে গ্রেপ্তার করার আগে দু’বার হাজিরার নোটিশ দেওয়া হয়েছিল তাকে। কিন্তু তিনি তা এড়িয়ে যান। উল্টে তিনি দাবি করেন যে তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার। সেই ক্ষেত্রে তার নিশানায় ছিল কেন্দ্রের বিজেপি সরকার। উল্লেখ্য মহারাষ্ট্রে উদ্ধভ সরকারের পতনের পরেই সঞ্জয় রাউতকে গ্রেপ্তার করে ইডি।
সঞ্জয় রাউতের গ্রেপ্তারিকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানতর শুরু হয় মারাঠা রাজনীতিতে। বিজেপি এবং একনাথ শিন্ডের গোষ্ঠীর বিরুদ্ধে সরব হয় উদ্ধভ শিবির।
Comments :0