FOOD POISONING

খিচুড়ি খেয়ে বিষক্রিয়া, বীরভূমে অসুস্থ শতাধিক

জেলা

CPIM TMC BJP AIKS WEST BENGAL PANCHAYAT ELECTION WEST BENGAL POLITICS 2023 BENGALI NEWS ঘটনাস্থলে চিকিৎসক ও সরকারি আধিকারিকরা

 ফের খাদ্যে বিষক্রিয়া দেখা দিল বীরভূমে। যদিও ঘটনায় কোনও প্রাণহানীর খবর মেলেনি। 

বীরভূমের  খয়রাশোল ব্লকের বড়রা গ্রামে বৃহস্পতিবার বাসী খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েন মহিলা শিশু সহ শতাধিক মানুষ। এদিন দুপুর দুটো নাগাদ অসুস্থদের মধ্যে ৩৫ জনকে নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। 

স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত্রে একটি অনুষ্ঠান উপলক্ষে গ্রামে খিচুড়ি খাওয়ানো হয়েছিল। সকলের খাওয়ার পরেও থেকে গিয়েছিল কিছুটা খিচুড়ি। গ্রামবাসীদের দাবি, পরের দিন সেই খিচুড়িই খেয়ে অসুস্থ হয়ে পড়েন দেড়শোর কাছে মানুষ। বড়রা গ্রামেই অসুস্থ অবস্থায় রয়েছেন ১২০ জন। ৩৫ জনকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। 

পরিস্থিতির চাপে ইতিমধ্যেই গ্রামে বসেছে জেলা প্রশাসনের তরফে মেডিকেল ক্যাম্প।  উপস্থিত রয়েছেন নাকড়াকোন্দা ব্লক স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক।

মাস কয়েক আগেই রাজনগরে বাসী খিচুড়ি খেয়ে বেশ কয়েকজনের অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল। এবার ফের খয়রাশোলে একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। তবে এক্ষেত্রে মৃত্যুর ঘটনা ঘটেনি। 

 

Comments :0

Login to leave a comment