SFI

কলেজ স্ট্রিটে ৬ মার্চের সমাবেশ কেন মুখোমুখি এসএফআই নেতৃত্ব (দেখুন ভিডিও)

রাজ্য

বছর বছর কমছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা। কলেজ, বিশ্ববিদ্যালয় গুলোয় খালি থাকছে আসন। নেই পর্যাপ্ত অধ্যাপক। শুধু রাজ্যে নয়। গোটা দেশেই এই একই ছবি।

কেন্দ্রের জাতীয় শিক্ষা নীতির হুবহু অনুকরণ রাজ্যের শিক্ষা নীতিতে। আরএসএসের প্রেসক্রিপশন মেনেই শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিচ্ছে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার এবং রাজ্যের মমতা ব্যানার্জির সরকার। 

শিক্ষা বাঁচাতে, দেশ বাঁচাতে আগামীকাল কলেজ স্ট্রিটে সমাবেশের ডাক দিয়েছে এসএফআই সহ ১৫টি ছাত্র সংগঠন। তার আগে গণশক্তির মুখোমুখি এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাজ্ঞন দে এবং সভাপতি প্রনয় কার্য্যী। 

Comments :0

Login to leave a comment