Shinjo Ambe

শিনজো আবের খুনে অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যার দায়ে ৪৫ বছর বয়সী অভিযুক্ত তেতসুয়া ইয়ামাগামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারা জেলা আদালত। ২০২২ সালের জুলাই মাসে নির্বাচনী প্রচারের সময় নিজের তৈরি বন্দুক দিয়ে আবেকে গুলি করেছিলেন ইয়ামাগামি।
গত বছরের অক্টোবরে প্রথম শুনানির সময় ইয়ামাগামি নিজের অপরাধ স্বীকার করেন।  ইয়ামাগামির আইনজীবীরা দাবি করেছিলেন, তার পরিবার ইউনিফিকেশন চার্চের কারণে আর্থিকভাবে নিঃস্ব হয়ে গিয়েছিল, যা ইয়ামাগামিকে এই চরম পথে ঠেলে দেয়। এই প্রেক্ষাপট বিবেচনা করে তারা সর্বোচ্চ ২০ বছরের সাজার আবেদন করেছিলেন তিনি।
ইয়ামাগামি আদালতে জানান, তার মায়ের বিপুল পরিমাণ অনুদানের কারণে তাদের পরিবার দেউলিয়া হয়ে গিয়েছিল। ইউনিফিকেশন চার্চের প্রতি তার দীর্ঘদিনের ক্ষোভ ছিল। শিনজো আবে ওই চার্চের একটি অনুমোদিত সংস্থার অনুষ্ঠানে ভিডিও বার্তা পাঠিয়েছিলেন, যা দেখে ইয়ামাগামি বিশ্বাস করেন যে আবের সাথে এই সংস্থার গভীর যোগসূত্র রয়েছে। এই রাগের বশবর্তী হয়েই তিনি আবেকে লক্ষ্য করে গুলি চালান।
শিনজো আবের প্রয়াণ জাপানের রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি করেছে। যদিও ঘটনার সময় তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তবুও ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে তার প্রভাব ছিল অপরিসীম। আবের মৃত্যুর পর থেকে দলটিতে নেতৃত্বের সংকট দেখা দেয়, যার ফলে পরপর কয়েকজন প্রধানমন্ত্রী পরিবর্তন করতে হয়।
বর্তমানে জাপানের ক্ষমতায় রয়েছেন আবের অনুসারী হিসেবে পরিচিত সানায়ে তাকাইচি। তিনি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।

Comments :0

Login to leave a comment