Salim

৫০০ দিনে নিজেদের মুখে কালি লাগিয়ে, নিয়োগের দাবি তুললেন চাকরি প্রার্থীরা

রাজ্য

২০১৪ টেট চাকরি প্রার্থীদের ধর্ণায় মহম্মদ সেলিম

রবিবার ৫০০ দিনে পা দিল ২০১৪ প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের ধর্ণা। এদিন বঞ্চিত চাকরি প্রার্থীরা নিজেদের মুখে কালি লাগিয়ে প্রতিবাদ করেন। বেল্ট দিয়ে নিজেরা নিজেদের আঘাত করেন। পুরুষদের পাশাপাশি মহিলা চাকরি প্রার্থীরাও মুখে কালি লাগিয়ে নিজেদের বেল্টের আঘাত করেন। চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে গিয়ে তাদের সাথে দেখা করেন মহম্মদ সেলিম। কথাও বলেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে মাটিতে বসে নিয়োগের দাবিতে স্লোগানে গলাও মেলান তিনি। 
‘‘যেই যোগ্য চাকরি প্রার্থীরা আজ মুখে কালি মেখে রাস্তায় বসে প্রতিবাদ করছেন, নিজেদের বেল্ট দিয়ে মারছেন এই আঘাত তাদের প্রাপ্য নয়। যারা চাকরি চুরি করেছে মুখ্যমন্ত্রী, ভাইপো, তৃণমূলের নেতা নেত্রীদের প্রাপ্য। মুখ্যমন্ত্রী চাকরি চোরদের মুখে কালি লাগাতে হবে।’’ রবিবার দুপুরে ২০১৪ প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে একথা বলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।


নিজেকে নাগারে বেল্টের আঘাত করতে করতে অসুস্থ হয়ে পড়েছএন রবিউল ইসলাম, বরুণ মণ্ডলরা। মাটিতে শুয়ে আছেন তারা। তাদের পাশে বসে নাপারে কেঁদে যাচ্ছেন এক মহিলা চাকরি প্রার্থী। চোখের জল ফেলতে ফেলতে মুখে কালি লাপানো অবস্থায় তিনি বলেন, ‘‘আজকে আমাদের এই অবস্থার দায় সরকারকে নিতে হবে। চাকরি সরকার দেয় আদালত দেয়না। আমরা পাশ করেও চাকরি পাইনি। যারা প্রতারনা করেছে তারা কেউ রেহাই পাবে না। সরকার চাইলে আমাদের নিয়োগ দিতে পারে কিন্তু দিচ্ছে না।’’  

সেলিম বলেন, ‘‘যারা যোগ্য তারা চাকরি পায়না। টাকা দিয়ে অযোগ্যরা চাকরি পেয়েছে। রাজ্যের যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট করেছে এই সরকার।’’ তিনি বলেন, ‘‘কোন আদালত, সিবিআই, ইডির প্রয়োজন হয়না চাকরির জন্য, মুখ্যমন্ত্রী যদি চোরদের পাহারা না দিয়ে যোগ্য চাকরি প্রার্থীদের অধিকার যদি ফিরিয়ে দিতেন তাহলে আজ এই দিন দেখতে হতো না।’’ 
সেলিম প্রশ্ন তোলেন বিহারে যদি শিক্ষক নিয়োগ হতে পারে তাহলে এই রাজ্য হয় না কেন?

Comments :0

Login to leave a comment