Wresling Federation Of India

কুস্তির সাসপেনশন প্রত্যাহার করলো কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক

খেলা

sports-ministry-allowed-WFI-to-participate-for-the-international events

যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাসন তুলে নেওয়া হল রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া বা ভারতীয় কুস্তি ফেডারেশনের ( WFI ) নির্বাসন । গত ২৪ডিসেম্বর ২০২৩ - এ  সাসপেন্ড করা হয়েছিল রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়াকে। দীর্ঘ ১৪মাসের আইনি লড়াই শেষ হয়ে যাওয়ার পর সাসপেনশন প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। এর পরবর্তীতে জাতীয় কুস্তি সংস্থা থেকে সকল কুস্তিগিররা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে বলে দাবি জানিয়েছে ক্রীড়া মন্ত্রক।  

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন