২০২৮ অলিম্পিকে স্কোয়াশ যুক্ত হবার পর থেকেই যেন ভারতে এই খেলাটির উত্তরণ ঘটছে দিনের পর দিন । বিশ্ব স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে আয়ারল্যান্ডকে হারিয়ে দারুন শুরু করলো ভারতের স্কোয়াশ দল । স্যাম বাকির আছে অভয় সিং হেরে গেলেও সেন্থিলকুমার ও ভির চোটরানি জয় পেয়েছেন যথাক্রমে কোনোর মর্গ্যান ও ওইসিন লোগানের বিরুদ্ধে । আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারত জিতেছে ২-১ ব্যবধানে । গত বছর চিনের হংজোহুতে এশিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচে ব্রোঞ্জ পদক জিতেছিলেন অভয় ও আনাহাত সিং জুটি ।
Comments :0