Khardah Suicide

খড়দহে আত্মঘাতী ইঞ্জিনিয়ারিং ছাত্র

জেলা

খড়দহে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে এক ছাত্রের দেহ। পুলিশ জানিয়েছে জেআইএস টেকনলজি কলেজর পড়ুয়া ইঞ্জিনিয়ারিংয়ের এই ছাত্র পড়তে আসেন বিহার থেকে। তিন বন্ধু মিলে খড়দহের পুনম টাওয়ার অ্যাপার্টমেন্টে থাকতেন। তিনমাস ধরে এখানেই ছিলেন। শুক্রবার ভোরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দেহ ময়না তদন্তের জন্য বলরাম হাসপাতালে পাঠায় খড়দহ থানার পুলিশ।

Comments :0

Login to leave a comment