সন্দেশখালি কান্ডে সুপ্রিম কোর্টে মুখ পুড়লো রাজ্যের। শেখ শাহজাহানের গ্রেপ্তারি সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের রায় বহাল রাখলো শীর্ষ আদালত। এদিন বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চ জানিয়েছে যে সিবিআই হেপাজতেই থাকবেন তৃণমূল নেতা শেখ শাহজাহান।
গত ২৯ ফেব্রুয়ারি গ্রেপ্তার হন শেখ শাহজাহান। গত মঙ্গলবার কলকাতা সিবিআই তদন্তের নির্দেশ দেয়। শাহজাহানকে সিবিআই’র হাতে তুলে দেওয়ারও নির্দেশ দেয়। মামলার নথিপত্র সমেত শাহজাহানকে সিবিআই’র হাতে তুলে দিতে বলে বিকেল সাড়ে ৪টে থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে। কিন্তু সিবিআই’র আধিকারিকরা শাহজাহানকে হেপাজতে নিতে গেলেও শূন্য হাতে ফিরে আসেন।
হাই কোর্টের রায়কে চ্যালেজ্ঞ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। এদিন শীর্ষ আদালতের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে সিবিআই হেপাজতেই থাকতে হবে সন্দেশখালির তৃণমূল নেতাকে।
Supreme Court
সিবিআই হেপাজতেই থাকতে হবে শাহজাহানকে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
×
Comments :0