বিহার বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন বিশেষ সার্বিক সংশোধন বা এসআইআর নিয়ে প্রশ্ন তুললো সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনের এই পদক্ষেপের বিরুদ্ধে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্ট এদিন ছিল শুনানি। বিচারপতি শুধাংশু ধুলিয়া বলেন, ‘‘নির্বাচন কমিশনের পদক্ষেপ নিয়ে কোন প্রশ্ন নেই। কমিশন তার কাজ করতেই পারেন। কিন্তু কোন সময় নির্দেশিকা জারি করা হচ্ছে সেই বিষয়টি গুরুত্বপূর্ণ। বিধানসভা নির্বাচনের কিছু মাস আগে কমিশন এই প্রক্রিয়া চালু করছে। এর ফলে যাদের নাম বাদ যাবে তাদের কাছে সুযোগ থাকবে না কমিশনের পদক্ষেপের বিরুদ্ধে কথা বলার বা কেন তার নাম বাদ গেলো তা নিয়ে প্রশ্ন করার।’’
বেঞ্চের আরও এক বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, ‘‘প্রক্রিয়ায় কোন ভুল নেই, কিন্তু নির্বাচনের সময় না করাই উচিত।’’
মামলাকারিদের পক্ষ থেকে আইনজীবী দাবি করেন নির্বাচন কমিশনের এই পদক্ষেপ অসাংবিধানিক। গত ২৪ জুন বিহারে বিধানসভা ভোটের কয়েক মাস আগে নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ সার্বিক সংশোধন বা এসআইআর এর শুরু করেছে। কমিশনের নোটিশে বলা হয়েছে ২০০৩ সালের পর থেকে ভোটার তালিকায় যাদের নাম নথিভুক্ত করা হয়েছে তাদের বাবা মায়ের জন্মশংসাপত্র পত্র একাধিক নথি জমা দিতে হবে। তার ভিত্তিতে তাদের নাম ভোটার তালিকায় থাকবে। বিরোধীদের দাবি কোন আলোচনা ছাড়াই নির্বাচন কমিশনে এই নির্দেশিকা জারি করেছে। তাদের দাবি ঘুর পথে এনআরসির কাজ করানো হচ্ছে নির্বাচন কমিশনকে দিয়ে। এই নির্দেশিকা নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দল গুলো। উল্লেখ্য প্রায় ২.৫ কোটি ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যেই যেই ভোটারদের থেকে এই সব নথি চাওয়া হয়েছে তাদের মধ্যে অনেকে পরিযায়ী শ্রমিক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেই ১১টি নথি জমা দেওয়ার কথা বলা হয়েছে তাতে অধার কার্ড নেই। সেই নিয়েও প্রশ্ন তোলা হয়েছে আবেদনকারিদের পক্ষ থেকে।
Supreme Court
বিহারের ভোটার তালিকার বিশেষ সার্বিক সংশোধনের সময় নিয়ে প্রশ্ন তুললো শীর্ষ আদালত

×
Comments :0