আট দিন পার হয়েগেলেও রোগীর সন্ধান মেলেনি। পরিবার সহ গ্রামবাসীরা রবিবার দুপুরে বিক্ষোভ দেখায় বালুরঘাট হাসপাতালে। বিক্ষোভে এসে রোগীর স্ত্রীর কাতর আবেদন, ফিরিয়ে দিন আমার স্বামীকে। জবাব নেই হাসপাতালের। পুলিশ সূত্রে খবর, ওই নিখোঁজ ষাটোর্ধ ব্যক্তির নাম সুনীল ওড়াও। বাড়ি বালুরঘাট ব্লকের মালঞ্চা এলাকায়। শারীরিক দুর্বলতা এবং অসুস্থতায় ভর্তি করা হয় আট দিন আগে । পরিবারের অভিযোগ গত ৬ জুলাই মধ্যরাত থেকে নিখোঁজ হয়ে পড়ে ওই ব্যক্তি। এরপর আর খোঁজ মেলেনি। পরিবারের অভিযোগ, রাত দুইটার সময় একজন রোগী কিভাবে নিখোঁজ হল। আবার হাসপাতালের তরফে জানানো হয় সকালে নিখোঁজ হয়েছে। এনিয়ে হাসপাতালের নিরাপত্তা রক্ষী, নার্স সহ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলে ব্যাপক ভাঙচুর চালায় গ্রামবাসীরা। বালুরঘাট থানার উচ্চপদস্থ অফিসাররা এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। বিক্ষোভকারিদের অভিযোগ সাত দিন আগে পুলিশে অভিযোগ জানিয়েও রোগীর খোঁজ মিলছে না। অবশেষে রবিবার শতাধিক গ্রামবাসী এসে বিক্ষোভ দেখায় হাসপাতালে। এমনকি বাঁশ নিয়ে ভেতরে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌছায় থানার আইসি শান্তিনাথ পাঁজা, ডিএসপি ট্রাফিক বিল্বমঙ্গল সাহা সহ উচ্চপদস্থ কর্তারা। বিকেল পর্যন্ত বিক্ষোভ চলে।
Vllagers Protests
বালুরঘাট হাসপাতালে বিক্ষোভ
×
Comments :0