Teesta River

তিস্তা নদীতে বিষক্রিয়া ভেসে উঠছে নানান প্রজাতির মাছ

জেলা

জলপাইগুড়িতে তিস্তা নদীর এক প্রান্তে নানান প্রজাতির নদীয়ালি মরা মাছ ভাসতে দেখা গেছে। কয়েক কিলোমিটারজুড়ে নদীতে এসব মাছ ভাসতে দেখা যায়। মঙ্গলবার সকালে তিস্তা নদীতে মাছ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ নদীতে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। ফলে কয়েকঘণ্টার মধ্যেই ভেসে উঠছে মরা মাছ। ভেসে উঠছে বোরলি, বোয়াল, আড়, টেংরা, মৌরলা, কালবাউশ সহ নানান প্রজাতির নদীয়ালি মাছ। মঙ্গলবার সকালেই তিস্তা রেল সেতুর সংলগ্ন দোমহনী–মরিচবাড়ি এলাকায় মৃত মাছ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। অনুমান, ভোররাতে অসাধু মৎস্যজীবীরা অধিক পরিমাণে মাছ ধরার উদ্দেশ্যে তেলজাতীয় বিষাক্ত কিছু রাসায়নিক নদীতে প্রয়োগ করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মৎস্য দপ্তরের আধিকারিকরা। এলাকায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
উল্লেখ্য তিস্তা নদী বরাবরই তার সমৃদ্ধ নদীয়ালি মাছের জন্য পরিচিত। মৌরলা, বোরলি, আড়, টেংরা, কই, বোয়ালসহ বহু প্রজাতির মাছ এই নদীর স্বাভাবিক জীববৈচিত্র্যের অংশ। কিন্তু মাঝেমধ্যেই বিষক্রিয়া বা দূষণের ঘটনা এই বৈচিত্র্যকে বিপদের মুখে ফেলছে। তিন বছর আগে সিকিমের বন্যার সময় রাসায়নিক মিশ্রিত জল নেমে আসায় তিস্তায় প্রায় সব মাছই মারা যায়। বহু কষ্টে নদীর জীববৈচিত্র্য ফের ঘুরে দাঁড়াতে শুরু করে। অথচ এবার মানুষের অসাধুতার কারণে ফের সংকটে পড়ল তিস্তায় মাছের জগৎ। তিস্তা পাড়ের বাসিন্দা রবীন্দ্র অধিকারী জানান,‘‘যেখানে মরা মাছ ভেসে উঠছে সেটি তিস্তার খাড়ি ধরনের জলা জায়গা। এখানে মৌরলা, কালবাউশ, বোয়াল, টেংরা সহ বিভিন্ন নদীয়ালি মাছের আস্তানা। তাঁর অনুমান হয়তো এই স্থানেই কিছু অসাধু মৎসজীবী তেলজাতীয় বিষ ঢেলে দিয়েছে। তাই একের পর এক মরা মাছ ভেসে উঠছে।’’

Comments :0

Login to leave a comment