Temperature

নিম্নচাপের কারণে বাড়ছে তাপমাত্রা

রাজ্য

গত সপ্তাহে শীতের আমেজ থাকলেও কলকাতায় বাড়লো তাপমাত্রা। বঙ্গপোসাগরে নিম্নচাপের কারণে সামান্য বেড়েছে তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর কলকাতার তাপমাত্রা সামান্য বেড়ে হয়েছে ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে মাত্র এক ডিগ্রি কম। নিম্নচাপের কারণে আগামী কয়েকদিন তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরেই ঘোরা ফেরা করবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। 
তবে তাপমাত্রা কিছুটা বাড়লেও সকালের দিকে এবং রাতের দিকে কলকাতা সহ আশে পাশের অঞ্চলে ঠান্ডার আমেজ বজায় রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নিম্নচাপের কারণে উত্তর হাওয়া রাজ্যে ঢুকতে বাঁধা পাচ্ছে। নিম্নচাপের অক্ষরেখা সরে গেলেই রাজ্যে তাপমাত্রা আবার কমতে শুরু করবে বলে জানা যাচ্ছে।

Comments :0

Login to leave a comment