গাইড লাইনে উল্লেখ করা হয়েছে যে, মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিক পরীক্ষার মতোই পরীক্ষা কেন্দ্রে জারি থাকবে ১৪৪ ধারা। ১১ ডিসেম্বর বেলা ১২ টা থেকে শুরু হবে পরীক্ষা, চলবে ২:৩০ মিনিট পর্যন্ত সেই সময় পর্যন্ত এই বিধি জারি থাকবে বলে পর্ষদ সূত্রে খবর। এর পাশাপাশি নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রে আশ পাশের কোন জেরক্সের দোকান খুলে রাখা যাবে না। পরীক্ষা কেন্দ্রের ভিতর পরীক্ষার্থীদের মোবাইল বা অন্যান্য ইলেকট্রনিক্স গেজেট নিয়ে ঢোকার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
২০১৪ সালে টেট পরীক্ষার পর রাজ্যে কোন টেট পরীক্ষা হয়নি। এবারের পরীক্ষা তাই সুষ্ঠু ভাবে শেষ করতে চাইছে পর্ষদ।
Comments :0