সোমবার গাব্বায় বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনে দেখা মিললো বৃষ্টির । প্রথম ইনিংসের শেষে অস্ট্রেলিয়া করে ৪৪৫রান । পরবর্তীতে ব্যাট করতে নেমে ৫১ রান করে ইতিমধ্যেই ৪টি গুরুত্বপূর্ণ উইকেট খুইয়ে ফেলেছে ভারত । মিচেল স্টার্কের বলে আউট হন যশস্বী জয়সোয়াল ( ২ বলে ৪ রান ) ও শুভমান গিল ( ৩ বলে ১ রান ) । ১৬ বলে ৩ রান করা কোহলিকে প্যাভিলিয়নের পথ দেখান হ্যাজেলউড । ঋষভ পন্থকে ( ১২ বলে ৯ রান ) আউট করেন প্যাট কামিংস । বর্তমানে ক্রিজে রয়েছেন রোহিত শর্মা ( ৬ বলে ০ রান ) ও কে এল রাহুল ( ৬৪ বলে ৩৩ রান ) । তবে গাব্বার আকাশে বৃষ্টি আশীর্বাদের মতই নেমে এলো ভারতের কাছে । এই মুহূর্তে ভারত পিছিয়ে রয়েছে ৩৯৪ রানে । বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে এই ম্যাচে জয় পেতেই হবে ভারতকে । ইতিমধ্যেই দুটি টেস্টে একটি করে জয় পেয়েছে ভারত ও অস্ট্রেলিয়া । সিরিজ এখন ১-১ ফলাফলে ড্র যাচ্ছে । বর্তমানে পয়েন্ট টেবিলে ৫৭.২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারত , ৬০.৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া এবং ৬৩.৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা ।
Comments :0