কসবার আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই ছাত্রকে বহিষ্কার করলো কলেজ কর্তৃপক্ষ। কলেজের অস্থায়ী কর্মী ও তৃণমূলের ছাত্রনেতা ঘটনার মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকেও বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। জেব আহমেদ ও প্রমিত মুখার্জি কোন দিন আর ওই কলেজে পড়তে পারবে না।
কলেজের ভেতরে ছাত্রীর ধর্ষণের ঘটনায় স্পষ্ট হয়েছে ক্যাম্পাসের ভিতর ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। শাসক দলের ছাত্র সংগঠনের প্রাক্তন নেতা কিভাবে তার আধিপত্য বজায় রাখতে পারে তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনার পর থেকেই তৃণমূলের একাধিক নেতারা এই বিষয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। কল্যান ব্যানার্জি থেকে মদন মিত্র নির্যাতিতা ছাত্রীকেই প্রায় দোষী সাব্যস্ত করে দিয়েছেন তারা। মদন মিত্রের বিরুদ্ধে দলের তরফে শোকজ জারি করা হলেও কল্যাণ ব্যানার্জিকে রীতিমতো ছাড় দিয়েছে তৃণমূল। মদন মিত্র কে তিন দিনের মধ্যে লিখিত আকারে তার বক্তব্য এর কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। সেই মতো আজ মদন মিত্র লিখিত আকারে দলের কাছে ক্ষমা চায়।
কিন্তু এই ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের উদ্ধান নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। তৃণমূলের নেতাদের ছত্রছায়াতেই উত্থান হয়েছিল এই মনোজিতের তা একেবারে স্পষ্ট।
Kasba Rape Case
কসবা কান্ডে তিন অভিযুক্তকে বহিষ্কার করলো কলেজ কর্তৃপক্ষ

×
Comments :0