তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপ প্রধানের নেতৃত্বে হাওড়ার সাঁকরাইলে সালিশি সভা। বাড়ি ভাঙচুর। ১৫০ জন অনুগামী তান্ডব চালালো স্থানীয় এক ব্যবসায়ীর বাড়িতে। হাওড়ার কান্দুয়ার জুজুস্যা গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটেছে এই ঘটনা।
ওই এলাকার বাসিন্দা সাহাবুদ্দিন এবং স্ত্রী মধ্যে তাদের মেয়ের বিয়েকে কেন্দ্র করে সমস্যা তৈরি হয়। সেই সমস্যা মেটানোর নাম করে সোমবার রাতে বাড়িতে সালিশি সভা বসান পঞ্চায়েতর উপ-প্রধান খলিল আহমেদ। সেখানে প্রথমে ওই ব্যবসায়ীকে মারধর করা হয়। তারপর প্রানে বাঁচতে তিনি বাড়ি থেকে পালিয়ে গেলে ফোন করে লোকজন ডেকে বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল নেতা। স্বশস্ত্র অবস্থায় প্রায় ১৫০ এই তান্ডব চালায় বলে জানা গিয়েছে। শুধু সাহাবুদ্দিনের বাড়ি নয়। তার এক আত্মীয়ের বাড়িতেও হয়েছে হামলা।
অভিযুক্ত তৃণমূল নেতাকে এখনও গ্রেপ্তার করেনি পুলিশ।
কয়েকদিন আগে চোপড়া এবং বর্ধমানে জামালপুরে শাসক দলের পক্ষ থেকে সালিশি সভা বসিয়ে মারধর করা হয়।
Comments :0