Islampur

গায়ের জোরে বামপন্থী কৃষকদের জমি দখল করলো তৃণমূল

রাজ্য জেলা

ইসলামপুর ব্লকের আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিরোধী রাজনৈতিক দলের চাষের জমি দখল করলো শাসক দল। দলীয় ঝান্ডা জমির ওপর পুঁতে দিয়ে চাষের কাজ তারা বন্ধ করে দিয়েছে। এই ঘটনায় শাসক দলের বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে পারছেন না গ্রামবাসীরা। তারা গোপনে স্থানীয় নেতৃত্বের মাধ্যমে ইসলামপুর শহরের সিপিআই(এম) নেতৃত্বের নজরে এনেছেন বিষয়টি। ওই গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ গ্রামেই এই চিত্র দেখা গেছে। গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় তাদের হুমকি দেওয়া হচ্ছে যাতে তারা কেউ মুখ না খোলে।

সিপিআই(এম) উত্তর দিনাজপুর জেলা সম্পাদক মন্ডলী সদস্য স্বপন গুহ নিয়োগী জানান, ‘‘ওই গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ ব্যাপক হারে ছাপ্পা ভোট করেছে শাসক দল। ওই এলাকায় বামপন্থী ও কিছু নির্দল প্রতিরোধ করার চেষ্টা করেছিল। সঠিক নির্বাচন হলে শাসক দল সেখানে দাঁত ফটাতে পারতো না। নির্বাচনে জিতে শাসক দল বিরোধীদের জমিতে তৃণমূলের পতাকা পুঁতে পার্টি অফিসে দেখা করতে ফরমান জারি করেছে। সেখানে গেলে মোটা অংকের টাকা জরিমানা ফরমান জারি করছে শাসক দলের নেতারা। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।’’

আমন ধান রোপন করার মরশুম চলছে। সেই সময় তৃণমূলের এই বর্বরচিত কাজের ফলে রুটি রুজির সমস্যায় পড়েছেন বহু কৃষক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজ্যে বামফ্রন্ট সরকারের পতনের পর স্থানীয় বাম কর্মীদের উপর ব্যাপক অত্যাচার নেমে এসেছিল। মিথ্যে মামলায় ফাঁসানো, বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেওয়া ,লুটপাট করা, এমনকি ঘরের মেয়েদের নির্যাতনের ঘটনা পর্যন্ত ঘটে। এবারের পঞ্চায়েত নির্বাচনের পর সেই আশঙ্কায় ভুগছেন গ্রামবাসীরা। এক গরামবাসী বলেন বলেন, ‘‘সারা বছর খাব কি? এই সময় আমন ধান রোপন করতে না পারলে।’’ ইসলামপুরের তৃণমূলের বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরী তৃণমূলের অত্যাচারের অভিযোগ তুলে ইতিমধ্যে পুলিশের সাথে দেখা করেছেন এবং শাসন দলের সন্ত্রাসের বিবরণ তুলে ধরেছেন। যদিও তৃণমূলের জেলা সভাপতি কানাইহালাল আগারওয়াল জানিয়েছেন, ‘‘বিষয়টি দেখছি। কোন সমস্যা হবে না।’’

Comments :0

Login to leave a comment