Body Found

তৃণমূল বিধায়কের গাড়ি চালকের ঝুলন্ত দেহ উদ্ধার

জেলা

পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তপন চ্যাটার্জি’র গাড়ির চালকের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম নীলকন্ঠ পাল ওরফে টোটন(৩৬)। পূর্বস্থলী থানার সন্নিকটে তাঁর বাড়ি। বৃহস্পতিবার পূর্বস্থলীর শংকর মঠ কালী বাড়ির মধ্যে থাকা নাট মন্দির থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। 
দেহ উদ্ধারের পর কালনা হাসপাতালে ময়নাতদন্ত নিয়ে যাওয়া হয়। সেখানে মৃতের মৃতের দাদা পরিমল পাল জানান, ‘‘বুধবার বর্ধমানে অনুষ্ঠিত মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে বিধায়ককে নিয়ে গিয়েছিল ভাই। ওখান থেকে ফেরার পর কালনা শহরের একটি বিয়ে বাড়িতেও যায় সে। রাতে বাড়ি ফেরার পর ফের বাড়ি থেকে বেরিয়ে যায়। বৃহস্পতিবার সকালে মঠ থেকে খবর দেওয়া হয় ভাই গলায় দড়ি দিয়ে ঝুলছে’’। আমার ভাই অবিবাহিত। তাঁর সঙ্গে কারো কোন মনোমালিন্য ছিলনা। বুঝতে পারছি না, কি করে এমন ঘটনা ঘটলো। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত নেমেছে।
 

Comments :0

Login to leave a comment