ইচ্ছে থাকলেই সব সম্ভব, উচ্চমাধ্যমিকে নজির গড়ে প্রমাণ দুই বিশেষ ভাবে সক্ষম দুই পরীক্ষার্থী। শুক্রবার পিঠে ও কোলে চেপে এসে পরীক্ষা দিল দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। এরা দুজনই বিশেষ চাহিদা সম্পন্ন। এদিন উচ্চ মাধ্যমিকের এবছরের প্রথম বাংলা পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে দুজনই জানায়, খুব ভালো পরীক্ষা হয়েছে। এরা দুজনেই পূর্বস্থলী ১ ব্লকের সমুদ্রগড় উচ্চ বিদ্যালয়ের ছাত্র। এই ব্লকের পারুলডাঙ্গা নসরতপুর উচ্চ বিদ্যালয়ে এদের পরীক্ষার সিট পড়েছে। এই দুই বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীর নাম রমেন চৌধুরী এবং কিশলয় মোদক। রমেন চৌধুরি এদিন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তার নিজের দাদার পিঠে চেপে। কিশলয় মোদক তার বাবার কোলে চেপে পরীক্ষা কেন্দ্রে আসে। পড়াশোনা করার অদম্য ইচ্ছা থেকে এই পর্যন্ত তারা পৌঁছেছে। পরীক্ষা দিয়ে ফেরার পথে তারা জানায়, আরো অনেক পথ তারা এগোতে চায়। তাদের এই ভাবনাচিন্তার দৃঢ়তা প্রমাণ করে ইচ্ছে থাকলেই কোন কাজই অসম্ভব নয়।
Higher Secondary Exam
মনের জোড়ে তুচ্ছ শারীরিক প্রতিবন্ধকতা, উচ্চমাধ্যমিক দিল দুই পরীক্ষার্থী
×
Comments :0