ভিনরাজ্যে গিয়ে মালদার একই এলাকার দুই শ্রমিকের মৃত্যু। একজনের পুনেতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু আরেক জনের কেরালায় অসুস্থ হয়ে। অসহায় দুই শ্রমিকের পরিবার। কাজ নেই রাজ্যে, চার বছর হয়ে গেলো বন্ধ একশো দিনের কাজ। তৃণমূল সরকারের সময়ে নতুন করে শিল্প হয়নি রাজ্যে। বন্ধ হয়েছে বহু কলকারখানা। সংসারে স্বচ্ছলতা ফেরাতে ভিনরাজ্যে পাড়ি দিয়েছিলেন মালদহের দুই শ্রমিক। পুনেতে কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল মালতিপুর বিধানসভার কাপাসিয়া নুনিয়া পাড়ার যুবক রমেশ নুনিয়ার। ওই গ্রামেরই আরেক পরিযায়ী শ্রমিক রঞ্জন দাস গিয়েছিলেন কেরালায়। সেখানে শ্বাসকষ্ট জনিত সমস্যায় তাঁর মৃত্যু হয়েছে। জানা গেছে রমেন নুনিয়া লাইন পারাপার করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। প্রতিবেশীদের সাহায্যে বাড়িতে মৃতদেহ ফিরিয়ে এনেছেন রমেনের পরিবার। পরিবার সূত্রে জানা গেছে স্ত্রী দুই ছেলে এবং এক মেয়ে রয়েছেন রমেনের। বিশেষভাবে সক্ষম ছেলে। ফলে চরম বিপাকে পড়েছে পুরো পরিবার। একইভাবে তিন মেয়েকে নিয়ে বিপাকে পড়েছেন রঞ্জনের স্ত্রী।
Migrant Worker Dies
ভিন রাজ্যে মৃত্যু মালদার দুই পরিযায়ী শ্রমিকের
×
Comments :0