Maharashtra

মহারাষ্ট্রের পৌর নির্বাচনের একসাথে লড়বে দুই এনসিপি

জাতীয়

পুণে এবং পিম্প্রি চিঞ্চোয়াড পৌরসভা নির্বাচনে একসাথে লড়বে দুই এনসিপি। রবিবার সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিক ভাবে শরদ পাওয়ারের এনসিপি এবং অজিত পাওয়ারের এনসিপি এই ঘোষণা করেছে। সাংবাদিক সম্মেলনে অজিত পাওয়ার এবং সুপ্রিয়া শুলে নির্বাচনী ইস্তাহারও প্রকাশ করেন। ২০২৩ সালে এনসিপি থেকে আলাদা হয়ে দল করেন অজিত। দলের নাম এবং প্রতীক নিজের দখলে রাখেন। বিজেপি এবং একনাথ শিন্ডের শিবসেনার সাথে জোট করে সরকার গঠন করেন। উপ-মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন। পৌরসভা ভোটকে কেন্দ্র করে দুই দলের একসাথে আসা ফের নতুন করে মহারাষ্ট্রের রাজনীতিতে জল্পনা তৈরি করেছে। অনেকে বলতে শুরু করেছেন ফের এনসিপি এক হতে চলেছে।
তবে অজিত এবং সুপ্রিয়া দাবি করেছেন উন্নয়নের কথার স্বার্থে তারা জোট করেছেন। অজিত জানিয়েছেন এনসিপি এক হয়ে যাওয়া নিয়ে তাদের এখনই কোন পরিকল্পনা নেই। নির্বাচনের পর যে এই বিষয় আলোচনা হতে পারে সেই সম্ভাবনা খোলা রাখছে অজিত পাওয়ার। সুপ্রিয়ার কথাতেও একই সুর। তিনি বলেন, ‘পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আমরা জোট করেছি। ভবিষ্যতে সংযুক্ত হওয়ার বিষয় ভাবা যাবে।’

Comments :0

Login to leave a comment