Woman Died in Kharagpur

পুলিশের মারে প্রৌঢ়ার মৃত্যু, খড়্গপুরে আগুন-অবরোধ

জেলা

চিন্ময় কর: খড়্গপুর 
ঘরে ঢুকে চলল পুলিশের  অত্যাচার ও মার। সেই প্রহারে এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠলো খড়্গপুর শহরে। এরপরেই জনরোষ তীব্র হয়ে ওঠে এলাকায়, সড়ক রাস্তায় জ্বালানো হলো টায়ার।  দোষী পুলিশদের শাস্তি এবং এই মৃত্যুর ঘটনার প্রতিকার চেয়ে তুমুল বিক্ষোভ চলে খড়গপুর মহকুমা হাসপাতালের সামনে, খড়গপুর–কেশিয়াড়ি রাজ্য সড়কে।
ঘটনাটি ঘটেছে খড়্গপুর টাউন থানার অন্তর্গত ছোটা ট্যাংরা উড়িয়া বস্তি এলাকায়। প্রৌঢ়ার পরিবারের সদস্য সহ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশের মারধরে আহত মহিলাকে চিকিৎসা করতে ঘর থেকেও বের হতে দেয়নি পুলিশ- এই অভিযোগ তীব্র হয়েছে। ফলে বাড়ির মধ্যেই বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে তাঁর।  রাজ্যে কি পুলিশ রাজ চলছে? এমন প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা।
জানা গেছে ওই এলাকায় রাজেশ রানা নামে এক দোকানি তাঁর দোকান ঘরের ছাদ ঢালাই শুরু করলে পুলিশ এসে কাজ করতে বাধা দেয়। পৌরসভার কোনেও অভিযোগ না থাকা সত্বেও পুলিশ এসে কেন বাধা দেবে এই নিয়ে শুরু হয় বচসা। পুলিশের হুমকি, জুলুম বাজি দেখে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তা থেকেই এলাকা উত্তপ্ত  হয়ে ওঠে। 
এরপরেই খড়গপুর মহকুমা পুলিশ আধিকারিক এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এসে তাঁদের সরে যেতে বলে। কেন কাজে বাধা দেওয়া হচ্ছে এর উত্তর চাইলে পুলিশের সাথে তুমুল বচসা চলে। এরপরই মহকুমা পুলিশ আধিকারিক পুলিশকে  লাঠিচার্জ করে বলে অভিযোগ। বাসিন্দাদের অভিযোগ, এরপরও  পুলিশের  তান্ডব  চলে  বাড়িতে ঢুকে। একাধিক বাড়ির মধ্যে ঢুকে মারধর সহ ভাঙচুর চালায় পুলিশ। মারের হাত থেকে বাদ যায়নি বয়স্ক সহ অসুস্থদের। এমনকি বিছানায় শুয়ে থাকা অসুস্থদেরও উপর চলে মারধর।
মারধরের ঘটনায় রাগিনী তাণ্ডী (৫০) নামে এক মহিলার মৃত্যু হয় বলে অভিযোগ। মৃতা সম্পর্কে দিদি হয় দোকানের মালিক অশোক রানা-র, যাঁর বাড়ি তৈরি বা ছাদ ঢালাই চলছিল। এরই প্রতিবাদে শনিবার  দুপুর ১২টা থেকে টানা প্রায় ৩টে পর্যন্ত টানা পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাঁদের দাবি, দোষী পুলিশ ব্যক্তিদের অবিলম্বে শাস্তি দিতে হবে। পরিবারের বক্তব্য, বিক্ষোভ প্রতিবাদের জেরে মৃত বৃদ্ধার দেহ ময়নাতদন্ত হয় খড়্গপুর মহকুমা হাসপাতালে।

Comments :0

Login to leave a comment