Body Recovered

মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য শিলিগুড়িতে

জেলা

৩২৭নম্বর জাতীয় সড়কে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার খড়িবাড়ি পানিট্যাঙ্কি ট্রাফিক মোড় সংলগ্ন এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। জানা গেছে, এদিন সকালে জাতীয় সড়কে প্রাতঃভ্রমনে বেরিয়েছিলেন স্থানীয় কয়েকজন। রাস্তার পাশে মহিলার রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন তারা। এরপর পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলার মৃতদেহটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। মহিলার কোন পরিচয় জানা যায়নি। কিভাবে মহিলার মৃত্যু হয়েছে প্রকৃত ঘটনা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। 
 

Comments :0

Login to leave a comment