J&K killing

পুলওয়ামায় নিরাপত্তা রক্ষীর গুলিতে নিহত যুবক, বাহিনীর দাবি

জাতীয়

কাশ্মীরি পন্ডিতদের চাকরি ও বাসস্থানের প্রতিশ্রুতি দিয়ে এক সময় কাশ্মীরে বিশেষ প্যাকেজ সহ নিয়ে গেছে কেন্দ্রের মোদী সরকার। কিছু চাকরি দিলেও সেখানে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনি বিজেপি। ফলে উগ্রপন্থীদের হাতে খুন হতে হয়েছে বেশ কয়েকজন কাশ্মীরি পন্ডিত সহ ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকরা। নিরাপত্তার অভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদও দেখিয়েছিল কাশ্মীরি পন্ডিতরা। এবার কাশ্মীর পুলিশের দাবি যে উগ্রপন্থী পুলওয়ামাতে কাশ্মীরি পন্ডিতদের আক্রমন করেছিল সে নিরাপত্তা রক্ষীদের গুলিতে নিহত হয়েছে।


মঙ্গলবার কাশ্মীর পুলিশ জানিয়েছে আকিব মুস্তাক ভাট নামে এক উগ্রপন্থী নিহত হয়েছে পুলিশ ও নিরপত্তা রক্ষীদের যৌথ অভিযানে। পুলিশ জানায় পুলওয়ামার পাদগম্পোরা গ্রামে উগ্রপন্থী লুকেয়ে আছে বলে গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালায়। সেখানে গুলির লাড়াইতে মৃত্যু হয় দুজনের। নিহতদের মধ্যে একজন হলেন আকিব মুস্তাক ভাট। নিহত আকিব মুস্তাক ভাট আগে হিজবুল মুজাহিদিনের (HM) সঙ্গে কাজ করত পরে কাশ্মীরের ‘দি রেসিস্টেন্স ফ্রন্টের’ (TRF) হয়ে কাজ করত বলে জানায় পুলিশ। গত রবিবার বাজার যাওয়ার সময় সঞ্জয় শর্মার ওপরে আকিব মুস্তাক ভাটই গুলি চালিয়েছিল বলে কাশ্মীর পুলিশ জানিয়েছে।

Comments :0

Login to leave a comment