গোয়ায় চাকরি দুর্নীতির অভিযোগ ঘিরে সমস্যায় পড়েছে বিজেপি সরকার। টাকার বিনিময়ে সরকারি চাকরির টোপ দিয়ে প্রতারণার অভিযোগে দায়ের হয়েছে ৪০টির বেশি এফআইআর। রবিবার বিক্ষোভ দেখানোয় বিজেপি সরকারের পুলিশ আটক করেছে কংগ্রেসের নেতা-কর্মীদের।
গোয়ার বিরোধী দলের নেতাদের উপর নজরদারি চালাচ্ছে পুলিশ এমনটাই অভিযোগ বিরোধী দল গুলির। গোয়ার চাকরি সংকান্ত যে দুর্নীতির খবর সামনে আসছিলো তা নিয়ে কংগ্রেস ও আপের তীব্র ভৎসনার মুখে পরে বিজেপির সরকার। গোয়া ফরোয়ার্ড পার্টির সভাপতি বিজয় সারদেশাই একটি সিসিটিভি ফুটেজ সামনে এনে অভিযোগ করেন, "তাঁর ফার্মহাউসের সামনে এসে গতিবিধির উপর নজরদারি চালাচ্ছে পুলিশ"।
তিনি আরও বলেছেন, "বিজেপি চাইছে বিরোধী শুন্য গোয়া তৈরী করতে। ভাড়া করা লোক দিয়ে সরকারি এজেন্ডা তৈরী করেছে। আমাদের উপর নজরদারি না করে পুলিশের উচিত যাঁরা দুর্নীতিতে যুক্ত তাঁদের ধরা"।
শনিবার পানাজিতে এই চাকরী দুর্নীতি চাকরির বিরুদ্ধে বিক্ষোভের পর বেশ কয়েকজন কংগ্রেস নেতাকে আটক করেছে পুলিশ। আজাদ ময়দানের কাছে কংগ্রেস কর্মীরা রাস্তা অবরোধ করলে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তার করা হয়েছে গোয়া প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অমিত পাটকর এবং দক্ষিণ গোয়ার সাংসদ ভিরিয়াতো ফার্নান্দেসকে। অমিত পাটকর বলেছেন, "চাকরি দুর্নীতির জন্য রাজ্য সরকারকে পদত্যাগ করতে হবে। স্বয়ং মুখ্যমন্ত্রী এই দুর্নীতি চালাচ্ছেন। আমরা বিচার বিভাগীয় তদন্ত চাইছি। এই দুর্নীতিতে যাঁরা ধরা পড়ছে সবাই বিজেপির ঘনিষ্ঠ"।
এখনো পর্যন্ত মোট ৪০টিরও বেশি অভিযোগ জমা পড়েছে । প্রায় ২০ জনকে এই দুর্নীতির সাথে যুক্ত থাকার জন্য গ্রেপ্তার করা হয়েছে।
Comments :0