শহীদ বেদীতে শ্রদ্ধা জানাচ্ছেন প্রবীণ সিপিআই(এম) নেতা বিমান বসু, পলিট ব্যুরোর কোঅর্ডিনেটর প্রকাশ কারাত, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
শহীদ বেদীতে শ্রদ্ধা জানাচ্ছেন প্রবীণ সিপিআই(এম) নেতা বিমান বসু, পলিট ব্যুরোর কোঅর্ডিনেটর প্রকাশ কারাত, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
একদিকে চরম বৈষম্য, বেকারি। জিনিসের অস্বাভাবিক দাম। স্বাস্থ্য, শিক্ষার খরচ মেটাতে নাজেহাল জনতা। আরেকদিকে সংগঠিত আন্দোলন ভাঙতে বিভাজনের রাজনীতি। দুই বিপদকে রোখার লক্ষ্য জানিয়ে চলছে সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য ২৭তম সম্মেলন।
হুগলীর ডানকুনিতে, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য নগর এবং কমরেড সীতারাম ইয়েচুরি মঞ্চে চলছে সম্মেলন। চলছে মতবিনিময়। আগামী লড়াইয়ের প্রস্তুতি।
তৃণমূল এবং বিজেপি, দুই শক্তিই ধর্ম নিয়ে রাজনীতিতে মশগুল। প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা থেকে চলছে পরিপূরক সাম্প্রদায়িকতার রাজনীতি। ২০২৬’র বিধানসভা ভোটের আগে ধর্মীয় মেরুকরণের স্পষ্ট প্রয়াস। তার বিরুদ্ধে লড়াইয়ে অভিজ্ঞতা পর্যালোচনা চলছে সম্মেলনে।
মঞ্চজুড়ে কার্ল মার্কসের অবয়ব। ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি সম্মেলন পর্ব থেকে সামনের লড়াইয়ের পথ নির্দিষ্ট করার লক্ষ্য।
সম্মেলনের আয়োজনে সব অংশের কাছে পৌঁছেছেন হুগলীর সিপিআই(এম) কর্মীরা। হয়েছে ক্রীড়া প্রতিযোগিতা, বসে আঁকো। অভ্যর্থনা সমিতি সজাগ, অতন্দ্র। রয়েছেন মহিলা পার্টিকর্মীরা।
সম্মেলনের প্রথম তিন দিনের আলোচনায় এসেছে বিভাজন, বেকারি, পরিযায়ী শ্রমিকের যন্ত্রণার কথা। এসেছে আন্দোলনের লড়াইয়ের অভিজ্ঞতাও।