বাজি ফাটানোর প্রতিবাদ করায় গড়িয়ায় হেনস্থার শিকার হলো এক দম্পতি। অভিযোগ, গতকাল রাতে স্থানীয় ‘খেলাঘর’ ক্লাবের বিসর্জন ছিল। শোভাযাত্রায় দেদার শব্দবাজি যাটানো হচ্ছিল। জানা গিয়েছে একটি বোম এসে ফাটে মহিলার পায়ের কাছে। তিনি প্রতিবাদ করলে তার উপর চড়াও হয় ওই ক্লাবের কয়েকজন যুবক। তারা সবাই মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ। মহিলাকে মাটিতে ফেলে মারধর করা হয়, শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ।
মহিলার স্বামী অরিজিৎ করের কথায়, ভাইফোঁটা উলক্ষে তাদের বাড়িতে আসা অতীতেদের এগিয়ে দিয়ে ফিরে আসার সময় ঘটনাটি ঘটে। নিগৃহীতার মাথা, মুখ ফেটে গিয়েছে বলে তিনি জানিয়েছেন।
মহিলার স্বামী আরও জানিয়েছেন তাদের ফ্ল্যাটে এসেও অভিযুক্তরা হুমকি দিয়ে গিয়েছে যাতে তারা পুলিশে অভিযোগ না জানায়। সেখানেও তাদের নিগ্রহ করা হয়। পুলিশে গোটা ঘটনা জানানো হলে পুলিশ শারিরীক পরীক্ষার করার কথা বলে। তিনি জানিয়েছেন বাঘাযতীন হাসপাতালে পরীক্ষা করাতে গেলেও সেখানে ভয় দেখায় অভিযুক্তরা। তাদের বাড়ির ওপরও হামলা হয়েছে বলে জানা গিয়েছে। হাসপাতাল থেকে পুলিশি নিরাপত্তায় বাড়ি ফিরতে হয় দম্পতিকে। নিগৃহীতা মহিলা পেশায় শিক্ষিকা।
নেতাজিনগর থানায় অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
Garia lynching
বাজি ফাটানোর প্রতিবাদ করায় গড়িয়ায় আক্রান্ত মহিলা
×
Comments :0