আসন্ন ২০২৬ কমনওয়েলথ গেমসে এইবার বাদ পড়লো মোট ৯টি খেলা । প্রথমে এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার ভিক্টরিয়াতে । কিন্তু আর্থিক সমস্যায় এই প্রতিযোগিতা আয়োজন করতে না পারায় প্রতিযোগিতাটি আয়োজন করার দায়িত্ব পায় স্কটল্যান্ডের গ্লাসগো শহর । ২০১৪ তে শেষবার এই শহরে কমনওয়েলথ গেমস । ১২ বছর পর গ্লাসগোতে ফিরছে এই প্রতিযোগিতা । তবে এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্যতম সফল দল ভারতের এইবার হয়তো কমতে চলেছে পদকসংখ্যা । ২০২২ এর কমনওয়েলথ গেমসে ভারতের পদক ছিল ৬১ টি । ২০২৬ এর কমনওয়েলথ গেমসে ব্যাড পড়েছে প্রায় ৯ টি মেজর খেলা । ক্রিকেট , হকি , কুস্তি , শুটিং , ব্যাডমিন্টনের মতো বেশ গুরুত্বপূর্ণ খেলা বাদ পড়েছে । এইসকল খেলাগুলিতেই গতবার পদক এসেছিল ভারতের । ২০২২ এ মোট ১৯ টি খেলা হয়েছিল কমনওয়েলথ গেমসে । ২০২৬ এ যা কমে হলো ১০টি । এতগুলি খেলা বাদ পড়ায় সম্ভবত এইবার ধাক্কা খেতে চলেছে ভারতের পদক জয়ের আশা ।
Comments :0