Bhavika Patel

ছিঁড়েছে বুট, তবু বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভাবিকা

খেলা

অনূর্ধ্ব ২৩ কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে নিজের নাম উজ্জ্বল করতে মরিয়া ভাবিকা প্যাটেল। বছর বাইশের কুস্তিগির বুধবারে অ্যালবেনিয়ার তিরানাতে নিজের প্রথম ম্যাচ খেলতে নামবেন । ম্যাচে নামার আগেই অবশ্য একটি ইতিহাস গড়ে ফেলেছেন তিনি। পাঞ্জাব ও হরিয়ানা থেকেই মূলত বেশিরভাগ কুস্তিগিরদের উঠে আসতে দেখা যায়। তবে এইবার গুজরাট থেকে প্রথম কোনো মহিলা কুস্তিগির উঠে এলো। 

বেশ কিছু মাস আগে একজোড়া কুস্তির বুট কিনলেও তা ছিঁড়ে যায়। কিন্তু অর্থের অভাবে তা সারাতে না পারায় কোনরকমে ফিতে দিয়ে বেঁধেই তিনি নামবেন এই প্রতিযোগিতাতে। পুরো টুর্নামেন্টে এই বুট পড়েই খেলতে হবে তাঁকে। অর্থাৎ মাঠের বাইরেও তাঁকে লড়তে হবে প্রতিকূলতার সঙ্গে। এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভালো ফল করে আগামী অলিম্পিকে দেশকে প্রতিনিধিত্ব করায় ভাবিকার একমাত্র লক্ষ্য।

Comments :0

Login to leave a comment