UNDER 23 WORLD WRESLING CHAMPIONSHIP

কুস্তিতে স্বর্ণজয় চিরাগের

খেলা

ছবি প্রতীকি

 

কুস্তিতে ভারতের হয়ে সোনা জিতলেন চিরাগ চিকারা । আলবেনিয়ার তিরানায় অনুর্দ্ধ ২৩ বিশ্ব  চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে নবম পদক জিতলেন চিরাগ । এই পদক জয়ের সাথে সাথেই অনুর্দ্ধ ২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের  তিনি তৃতীয় পদকজয়ী কুস্তিগীর হয়ে গেলেন । ৫৭ কেজির বিভাগে কিরঘিস্তানের আব্দিমালিক কারাচভকে ৪-৩ ব্যবধানে হারালেন চিরাগ । প্যারিসে ব্রোঞ্জ জয়ী আমান সেহেরাওয়াতের পর দ্বিতীয় ভারতীয় পুরুষ হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন চিরাগ । আমান ২০২২ সালে একই বিভাগে সোনা জিতেছিলেন এবং গত বছর ২০২৩ সালে  এই টুর্নামেন্টে ৭৬ কেজি বিভাগে প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে ঋতিকা হুডা পদক জিতেছিলেন । চিরাগের এই কৃতিত্বে পুরুষদের ফ্রিস্টাইল বিভাগে পদক জয়ের দিক থেকে ভারত চতুর্থ স্থানাধিকার অর্জন করেছে । ভারতের র‌্যাংক  ৮২ । যেখানে ইরানের ১৫৮ ,জাপানের ১০২ ও আজারবাইজানের র‌্যাংক  ১০০ । এছাড়াও ভারতের ভিকি অনুর্দ্ধ ২০ বিশ্ব  চ্যাম্পিয়নশিপের্ রুপোজয়ী  এবং ইউরোপিয়ান জুনিয়র চাম্পিয়ন ইউক্রেনের ইভান প্রায়মাচেঙ্কোকে হারিয়ে জিতেছেন ব্রোঞ্জ পদক । ৭-২ ব্যবধানে জিতেছেন ভিকি । এছাড়াও মহিলাদের দলে মোট চারজন কুস্তিগীর ব্রোঞ্জ জিতেছেন । অঞ্জলী ৫৯ কেজি বিভাগে , নেহা শর্মা ৫৭ কেজি বিভাগে , শিক্সা ৬৫ কেজি বিভাগে এবং মনিকা ৬৮ কেজি বিভাগে ।

 

Comments :0

Login to leave a comment