mohun bagan

শেষ মুহুর্তের গোলে ৩ পয়েন্ট সবুজ মেরুনের

খেলা

গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ মুহুর্তের গোলে অবশেষে ৩ পয়েন্ট এল মোহনবাগানে। ম্যাচটি মোটেও সহজ হলনা মলিনার জন্য। বৃষ্টিভেজা যুবভারতীতে সমর্থকদের কোনো অভাব ছিলনা। বৃষ্টি মাথায় দিয়েই এসেছিলেন সমর্থকরা। মোহনবাগানকে প্রথম থেকেই  মাঝমাঠে আস্টপৃষ্টে জড়িয়ে ফেলছিল চেন্নাই। প্রায় ৬ জন মিলে ডিফেন্স সামলাচ্ছিলেন চেন্নাইয়ের রক্ষণভাগ। ডান দিক থেকে দিপেন্দু বেশ কিছু মিস পাস করছিলেন। প্রথম দিকে মোহনবাগান একটু ডিপ ডিফেন্স করছিল । মাঝমাঠে বল নিয়ে খুব বেশি আক্রমণে উঠতে পারছিল না বাগান। প্রায় ২০ মিনিট দুটি দল কোনো শটই নিতে পারেনি। দীপেন্দুর দিকটাকেই বেশি লক্ষ্য রেখেছিল চেন্নাই। উইং দিয়ে চেন্নাইয়ের ইরফান চাপ দিচ্ছিল দীপেন্দুকে । খুব বেশি বল পাচ্ছিলেন না দিমি ম্যাক্লারেনরা। ডিপ ডিফেন্সের কারণে খুব বেশি আক্রমণে উঠতে পারছিল না মোহনবাগান। ফলস্বরুপ ডিফেন্স চাপ পড়ছিল তাদের । শুভাশীষ  বেশ কিছু ফাউল করায় হলুদ কার্ড দেখেন। তাই পরের গুরুত্বপূর্ণ নর্থইস্ট ম্যাচে নেই তিনি । আজকের ম্যাচে চতুর্থ হলুদ কার্ড দেখলেন শুভাশীষ । ম্যাচের ৩৭ মিনিটে লিস্টনের একটি শট দারুণ দক্ষতায় বাঁচালেন চেন্নাইয়ের গোলরক্ষক মহম্মদ নাওয়াজ । রেফারির সিদ্ধান্তও খুব একটা অনুকূলে ছিলনা সবুজ মেরুনের । প্রথমার্ধে খেলার ফল ছিল গোলশূণ্য ।

দ্বিতীয়ার্ধে কয়েকটি পরিবর্তন করেন মলিনা । আশিক ও কামিংসকে  নামান লিস্টন ও ম্যাকলারেনের জায়গায়। তারপরেই কিছুটা আক্রমনে ফেরে মোহনবাগান । ৮২ মিনিটে গ্রেগ নামার পরেই এল সেই কাঙ্খিত গোল । লিস্টনের জায়গায় আশিক অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করছিলেন আক্রমণে।  ম্যাচের  ৮৫ মিনিটে বক্সের একটু বাইরে থেকে একটি শট পোস্টে লাগে গ্রেগের । ৮৬ মিনিটে বক্সের ভিতর থেকে একজন কাটিয়ে সুন্দর শটে বল জালে জড়ালেন কামিংস। একদম জেনুইন স্ট্রাইকার ফিনিশ কামিংসের । তার গোলেই মূল্যবান ৩ পয়েন্ট পেলো মোহনবাগান । ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে শীর্ষে চলে গেলো মোহনবাগান । তাদের পরবর্তী ম্যাচ আগামী ৮ ডিসেম্বর গুয়াহাটিতে নর্থইস্টের বিরুদ্ধে ।

Comments :0

Login to leave a comment