বড় বড় চুল সামলাতে হেডব্যাণ্ড। পায়ে বল পড়লেই দৌড়। উরুগুয়ের সেই দিয়েগো ফোরলান এসেছিলেন কলকাতাতেও। কিন্তু বিশ্বকাপার ফোরলান এখন মন দিয়েছেন টেনিসে। ফুটবলের পর এইবার টেনিসে নতুন ইনিংস শুরু করেছেন উরুগুয়ান তারকা।
ছোটবেলা থেকেই ফুটবল ছাড়াও টেনিসেও সমান পারদর্শী ছিলেন দিয়েগো । ৪৫ বছরের উরুগুয়ান ২০১৯ এ অবসরের পর থেকেই আর্জেন্টাইন সতীর্থ ফেড্রিকো কোরিয়ার সাথে যোগ দিয়েছিলেন মন্টিভিডিও ওপেনে। সদ্য আইটিএফ মাস্টার্স এর ৪৫ এর ইভেন্টে নজরকাড়া পারফরম্যান্স করেছেন ফোরল্যান। এটিপির দ্বিতীয় টায়ারের চ্যালেঞ্জ ট্যুরে তার পারফরম্যান্স দেখেই তাঁকে ওয়াইল্ড কার্ড এন্ট্রি দেওয়া হয়েছে । তার সতীর্থ ফেড্রিকো কোরিয়ার টেনিস সিঙ্গেলসে বিশ্বের মধ্যে ১০১তম স্থানে রয়েছেন । তাই এইবার নতুন জুতোয় পা গলাচ্ছেন ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বল ও ২০১১ কোপা আমেরিকা জয়ী ফুটবলার। ভারতের আইএসএলে মুম্বাই সিটি এফসির হয়ে খেলে গেছেন দিয়েগো ফোরল্যান ।
Comments :0