EAST BENGAL ODISHA

ভালো খেলেও ফের হার লাল হলুদের

খেলা

আইএসএলে এখনো পয়েন্ট অধরা ইস্টবেঙ্গলের। ভুবনেশ্বরে ষষ্ঠ ম্যাচে ওডিশার কাছে ২ - ১ গোলে ইস্টবেঙ্গলের।

ওড়িশার বিরুদ্ধে লাইন আপ দেখে বেশ কিছুটা আশাবাদী হওয়া গেছিল। গত ম্যাচের থেকে প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন করেছিলেন অস্কার ব্রুজন। তিনি দলে ফিরিয়েছিলেন ডিয়ামেন্টেকোস ও জিকসনকে । প্রথম মিনিটেই মাদি তালালের একটি ফ্রি কিক থেকে সাউল ক্রেস্পো হেডে গোল করলেও ফাউলের জন্য তা বাতিল হয় । বিষ্ণুকে প্রথম থেকে নামানোয় ডান দিকটা থেকে প্রথম থেকেই সচলভাবে বল আসছিল। প্রথম ১০ মিনিটে ওমরিন্দর বেশ কয়েকটি সেভ না দিলে গোল আসতে পারত ইস্টবেঙ্গলের। কাউন্টার অ্যাটাকে খেলছিল ওডিশার। লাল হলুদের আক্রমণের চাপে ঘরের মাঠে কাউন্টারে খেলতে বাধ্য হচ্ছিল লোবেরার দল।  এইরকম একটি কাউন্টার অ্যাটাক থেকেই ২২ মিনিটে গোল রয় কৃষ্ণার। দুই ডিফেন্ডার প্রভাত ও হেক্টরের মাঝখান থেকে বল নিয়ে গিয়ে গোল করলেন কৃষ্ণা। মঙ্গলবারের ম্যাচে হাই লাইন ডিফেন্স খেলানোর খেসারত দিতে হয় লাল হলুদকে। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময় ৪৫+৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান ডিয়ামেনটেকোস । প্রথমার্ধে খেলার ফল ছিল ১ -১।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে অবশ্য মাঝমাঠের দখল নিতে থাকে লোবেরার দল। ৬৯ মিনিটে আহমেদ জাহুর ফ্রি কিক থেকে হেডে আনোয়ারকে  পরাস্ত করে গোল করেন মর্তাদা ফল। গোলটির ক্ষেত্রে দায় এড়াতে পারেন না আনোয়ার ও হেক্টর । মর্তাদা ফল ঘরের মাঠে এগিয়ে দেন ওড়িশাকে । ম্যাচের ৭৫ মিনিটে আহমেদ জাহুকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখেন প্রভাত লাকরা। আরো বিপদে পড়ে যায় লাল হলুদ। পরে মাদি তালালকে তুলে নেওয়ায় মাঝমাঠের সম্পূর্ণভাবে চলে যায় ওড়িশার দিকে। ম্যাচে রেফারির সাথে তর্কাতর্কির জন্য হলুদ কার্ড দেখেন ইস্টবেঙ্গল কোচ অস্কার । ১০ জন হয়ে যাওয়ার পর ওড়িশার কাছে অসহায় লাগছিল ইস্টবেঙ্গলকে । কোচ পরিবর্তন হলেও লিগ টেবিলে লাল হলুদের স্থনের কোনো পরিবর্তনই হলোনা। ম্যাচ হেরে টেবিলের সর্বশেষ পজিশনে অবস্থান করছে অস্কার ব্রুজনের দল। আইএসএলে টানা ৬ টি ম্যাচে হারের পর পয়েন্ট সেই অধরাই লাল হলুদের।

Comments :0

Login to leave a comment