শুক্রবার আইএসএলে আরও এক বড় ম্যাচে মুখোমুখি হবে কেরালা ও বেঙ্গালুরু। কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা ৭ : ৩০ টায়।
২০২২ - ২৩ মরশুমে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে রেফারির সিদ্ধান্তের জেরে খেলার মাঝেই দল তুলে নিয়েছিল ইভান ভুকোমানভিচের কেরালা ব্ল্যাস্টার্স। তারপর থেকেই এই ম্যাচ নিয়ে পারদ চড়ে রয়েছে দুই দলের সমর্থকদের মধ্যে।
এখন লিগ টেবিলের শীর্ষে রয়েছে জারাগোজার বেঙ্গালুরু। সুনীল, শিবশক্তি, নগুইয়েরা, পেরেরা ডিয়াজ সমৃদ্ধ বেঙ্গালুরু এখন অপ্রতিরোধ্য। একটিও ম্যাচ হারেনি তারা। গত মরশুমের খারাপ পারফরম্যান্স থেকে বেরিয়ে এসে এই মরশুমে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই প্রত্যেক ম্যাচে নামছে দল।
অন্যদিকে কেরালা মহামেডানকে হারানোর পর থেকেই আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। প্রীতম , হরমিপামের মতো ডিফেন্ডাররা তৈরি সুনীলদের রোখার জন্য। এছাড়াও দলে নোয়ার মতো স্ট্রাইকার রয়েছেন। শুক্রবারের এই ম্যাচ ‘হাই ভোল্টেজ’ তকমা পেয়ে গিয়েছে।
এখনও পর্যন্ত আইএসএলের মোট ১৫ বারের মুখোমুখি হয়েছে দু’দল। বেঙ্গালুরু ৯ বার জিতেছে। কেরালা জিতেছে ৪ বার।
ISL TODAY
আইএসএলে সন্ধ্যায় ‘হাই ভোল্টেজ’ ম্যাচে কেরালা বনাম বেঙ্গালুরু
×
Comments :0