U-19 INDIA

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শুরুতেই হার ভারতের

খেলা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে হার দিয়ে শুরু করল ভারত। শনিবার দুবাইয়ের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের কাছে ৪৩ রানে হার হয়েছে।
পাকিস্তান ৫০ ওভারে ৭ উইকেটে ২৮১ রান করে। শাহজইব খান ১৪৭ বলে ১৫৯ রান করেন। উসমান খান করেন ৯৪ বলে ৬০ রান। ১৬০ রানের ওপেনিং জুটি জয়ের ভিত গড়ে দেয়। ভারতের সম্পত নাগরাজ ৪৫ রান দিয়ে ৩ উইকেট নেন। 
জবাবে ব্যাট করতে নেমে ভারত ৪৭.১ ওভারে ২৩৮ রানে অলআউট হয়ে যায়। আয়ূষ মাত্রে করেছেন ২০ (১৪), নিখিল কুমার ৬৭ (৭৭), কিরণ চোরমালে ২০ (৩০), হরবংশ পাঙ্গালিয়া ২৬ (২৮), মহম্মদ ইনান ৩০ (২২), যুধাজিৎ গুহ ১৩ (২৩) নট আউট থাকেন।

Comments :0

Login to leave a comment