জামশেদপুরের বিরুদ্ধে প্রথমার্ধে ১ গোলে এগিয়ে রয়েছে মোহনবাগান। ২৫ মিনিটে কামিংসের কর্নার থেকে জামশেদপুর রক্ষণের ভুলে গোল করেন শুভাশীষ বোস। ম্যাচে গোটা দলটাই দারুণ পারফরমেন্স করছে। কামিংস ও ম্যাকলারেন নিশ্চিত গোল মিস না করলে ৩ গোলে এগিয়ে যেতে পারত সবুজ মেরুন। দ্বিতীয়ার্ধে গোল শোধ দেন এজে। ম্যাচ শেষ হয়১ -১ গোলে। ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল মোহনবাগান।
Jamshedpur FC vs Mohun Bagan
ড্র মোহনবাগানের
×
Comments :0