শারদীয়া ১৪৩১
বলতে পারো
অমল কর
নতুনপাতা
উত্তর : ১০ অক্টোবর ২০২৪
জিজ্ঞাসা
১. পৃথিবীর প্রথম দুর্গাপূজা কোথায় হয়েছিল?
২. বাংলায় প্রথম কে দুর্গাপূজা চালু করেছিলেন?
৩. দুর্গার অপর নাম কি?
৪. দুর্গা ঠাকুরের মা ও বাবার নাম কি?
৫. দেবী দুর্গার গায়ের রং কি ফুলের মতো?
৬. দূর্গা নামের অর্থ কি?
সমাধান
১. রাজা সুরথ এবং সমাধি বৈশ্য পশ্চিমবঙ্গের গড় জঙ্গলে মেধস মুনির আশ্রমে দেবী দূর্গাকর দূর্গা পূজা বা দুর্গোৎসব করেছিলেন। এটি ছিল পৃথিবীর প্রথম দূর্গাপূজা। বর্তমান দিনে গড় জঙ্গল পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুরে ।
২. বাংলায় পারিবারিক দুর্গাপূজার প্রচলন মোটামুটি ১৬১০ খ্রিস্টাব্দে বড়িশার সাবর্ন রায়চৌধুরী বাড়ীর পূজা আয়োজনের মাধ্যমে।
৩. দুর্গা দুর্গতি নাশিনী নামেও পরিচিত, যার অর্থ যিনি দুঃখ দূর করেন। তার অন্যান্য নামের মধ্যে রয়েছে চন্ডিকা, শারদা, অম্বিকা, বৈষ্ণবী ইত্যাদি।
৪. মা দুর্গার মাতার নাম মেনা রাণী বা মেনকা দেবী এবং পিতার নাম হিমালয়। মহিষাসুর বধরতা দেবী দুর্গা।
৫. দেবী দুর্গার গায়ের রং হল অতসী ফুলের মতো।
৬. "অভেদ্য", "অজেয়, অপ্রতিরোধ্য"।
Comments :0