UTSAVE ANUVABE — POETRY — DILIP PAL — CHOTTA DURGA — NATUNPATA — 2 OCTOBER 2025, 3rd YEAR

উৎসবে অনুভবে — কবিতা — দিলীপ পাল — ছোট্ট দুর্গা — নতুনপাতা — ২ অক্টোবর ২০২৫, বর্ষ ৩

ছোটদের বিভাগ

UTSAVE ANUVABE  POETRY  DILIP PAL  CHOTTA DURGA  NATUNPATA  2 OCTOBER 2025 3rd YEAR

উৎসবে অনুভবে  

কবিতা

ছোট্ট দুর্গা 

দিলীপ পাল

নতুনপাতা  

২ অক্টোবর ২০২৫, বর্ষ ৩ 

আগমনি আগমনি 
অনেক ভালো তুমি 
এই ক-টাদিন থেকেই কেন
যাও হারিয়ে ভূমি ।

বছর বছর আসো তুমি 
ছোট্ট আমার গাঁয়
আমিও তো ছোট্টশিশু 
খেলব নূপুর পায় ।

নতুন নতুন জামা পরে 
সকালবিকেল আসি
মা বলল ছোট্ট দুর্গা 
তোমায় ভালোবাসি ।

মায়ের মতোই দুর্গা হয়ে 
এলোকেশী  চুল 
মা-এর চোখে সকল শিশু
স্বপ্ন আঁকা ফুল ।

হতাম যদি একটা পাখি 
যেতাম তোমার সাথে 
কোথায় তোমার ঘর আছে গো
থাকতে দিতে রাতে?

Comments :0

Login to leave a comment