প্রথমার্ধেও ২-০ গোলে পিছিয়ে ছিল স্পেনের রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে পরপর ৪ গোল করে প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ডকে ধরাশায়ী করল সেই রিয়াল। উয়েফা চ্যাম্পিয়ন লিগের এই ম্যাচে হ্যাটট্রিক করলেন ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র। বিশ্বসেরা ফুটবলারের স্বীকৃতি পাওয়ার দাবি জোরালো হলো আরও।
মঙ্গলবার রাত ১২ : ৩০ টায় ( বুধবার ) সান্তিয়াগো বার্নাব্যুতে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ । ৫ - ২ গোলে জয়লাভ করলো সর্বোচ্চ ইউসিএল জয়ীরা। হ্যাটট্রিক করেন ভিনিসিয়াস জুনিয়র।
প্রথমার্ধে ২ - ০ গোলে আশ্চর্যজনকভাবে পিছিয়ে পড়ে রিয়াল। মাত্র ৪ মিনিটের ব্যাবধানে মালেন ( ৩০ মিনিট ) ও গিটেন্স ( ৩৪ মিনিট ) এর গোলে পিছিয়ে পড়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে দারুণ কামব্যাক লস ব্ল্যাংকসদের। এমবাপের সেন্টার থেকে ৬০ মিনিটে নিজের পুরোনো দলের বিরুদ্ধে গোল পান রুডিগার। ৬২ মিনিটে এমবাপের পাস থেকেই গোল শোধ করেন ভিনি। ৮৬ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন লুকাস। তারপরেই শুরু হয় ভিনি ঝড়। ম্যাচের অতিরিক্ত সময় ৯৩ ও ৯৪ মিনিটে পর পর দুই গোল করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন।
আগামী ২৭ অক্টোবর এল ক্লাসিকোর পর ২৯ অক্টোবর ‘ব্যালন ডি অরের’ পুরস্কার ঘোষণার অনুষ্ঠান রয়েছে। বার্সিলোনার বিরুদ্ধে এইরকম পারফরম্যান্স করতে পারলে ফের এক ব্রাজিলিয়ানের হাতে উঠতে পারে ব্যালন ডি অরের ট্রফি। ২০০৭-এ ব্রাজিলের ফুটবলার কাকার হাতে উঠেছিল সেরার এই পুরস্কার।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের অন্য ম্যাচে অ্যাস্টন ভিলা বলগ্নাকে হারায় ২ - ০ গোলে। ড্র হয়েছে পিএসজি ও পিএসভির ম্যাচ । জার্মান ক্লাব স্টুটগার্ডের কাছে হার জুভেন্টাসের । এই মরশুমে নতুন ধাঁচে হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। প্রথমে লিগ সিস্টেমে খেলা হওয়ার পর হবে কোয়ার্টারের ম্যাচ। আপাতত ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে এস্টন ভিলা।
Comments :0