শুক্রবার ফিফা বিশ্বকাপ যোগ্যতাঅর্জনের CONMEBOL ( দক্ষিণ আমেরিকা ফুটবল ফেডারেশন ) বিভাগে হার মেসির আর্জেন্টিনার । প্যারাগুয়ের ডিফেনসোরেস ডেল চাকো স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ২ -১ গোলে হারালো প্যারাগুয়ে । ১৯ মিনিটে আন্তোনিও সানবেরিয়া ও ৪৭ মিনিটে ওমর এলডেরেটে গোল করেন । ১১ মিনিটে আর্জেন্টিনার গোলদাতা লাউতারো মার্টিনেজ । ২০২২ এর চাম্পিয়নরা এইবারেও বিশ্বজয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছেন । মেসির সম্ভবত এটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে । তবে ফের একবার চ্যাম্পিয়ন হতে মেসিদের এখনও অতিক্রম করতে হবে অনেক বাধা । অন্য ম্যাচে ভেনেজুয়েলার সাথে ১ -১ গোলে ড্র করে ব্রাজিল । ম্যাচ হেরেও পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছেন মেসিরা । ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২২ । সমসংখ্যক ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল । যোগ্যতাঅর্জন পর্বের অন্য ম্যাচে বলিভিয়াকে ৪ - ০ গোলে হারিয়েছে ইকুয়েডর । এছাড়াও ইউরোপে নেশনস লিগের ম্যাচে স্যান্ড্রো টোনালির একমাত্র গোলে বেলজিয়ামকে হারালো ইটালি । গ্রীসকে ৩ -০ গোলে হারালো ইংল্যান্ড । ' থ্রি লায়ান্সদের ' হয়ে গোল করেন ওয়াটকিন্স ও কার্টিস জোন্স । আর একটি গোল আসে গ্রীসের গোলরক্ষকের পা থেকে ।
Comments :0